সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে ইন্ট্রাকোর চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে সুন্দরবন গ্যাস কোম্পানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ২১ মে কোম্পানি দুইটির মধ্যে সিএনসি গ্যাস সরবরাহের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কোম্পানিটি ভোলা থেকে ঢাকায় গ্যাস সরবরাহ করবে। প্রথম ধাপে সুন্দরবন গ্যাস কোম্পানি ৫ এমএমসিএফ গ্যাস বন্টন করবে। এ পর্যায়ে ৩ থেকে ৪ মাসের মধ্যে গ্যাস দেওয়া হবে।

আর দ্বিতীয় ধাপে ১২ মাসে গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যামান চাহিদা অনুযায়ী ২০ এএমসিএফডি গ্যাস দেওয়া হবে।