সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ২২৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি ৭২ লাখ টাকার বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩২৩ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩১৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৮টির ও ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ লাখ টাকার।