সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার কারাদণ্ড

৪৭ লাখ দুই হাজার ৬২৮ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার আট কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের বিশেষ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক অফিসার (ক্যাশ) অমল চন্দ্র বিশ্বাস, এমএইচ সিদ্দিকুর রহমান, মো. মুনছুরুল হক, মোশাররফ হোসেন মোল্লা, গোলাম মোহাম্মদ মুন্সী ও দিলীপ কুমার মন্ডল এবং সাবেক হেড ক্যাশ কর্মকর্তা ইউসুফ আলী খন্দকার ও শওকত হোসেন মোল্লা।

বুধবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে শওকতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর আসামিদের আট বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস সোবহান বাদী হয়ে ২০০৩ সালে ৮ ডিসেম্বর ব্যাংকের ১০ কর্মকর্তার নামে মামলা করেন। এদের মধ্যে দুজন পরবর্তীতে মারা যান।

রায় ঘোষণার সময় আসামি শওকত ছাড়া বাকিরা উপস্থিত ছিলন। রায়ের পর তাদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ