সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের মিসাইল হামলা

ইয়েমেন থেকে সৌদি আরবের একটি বিমানবন্দরকে লক্ষ্য করে দেশীয় তৈরি ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে । প্রেসটিভি’র সূত্রে এই সব তথ্য জানা যায়।

গত বুধবার ইয়েমেনের আলি-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, সৌদির জিজান অঞ্চলের একটি বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়।

এই মিসাইল হামলার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর সূত্র বলছে, মিসাইলটি লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের এয়ার ডিফেন্স যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোনও ভূপাতিত করেছে।

সৌদি আরব ২০১৫ সালের মার্চে রিয়াদপন্থী ইয়েমেনের সাবেক সরকারের সমর্থনে এবং হুথি বিদ্রোহীদের দমনের উদ্দেশ্যে ইয়েমেনে হামলা শুরু করে । সৌদির ওই আগ্রাসী ভূমিকার প্রতিবাদে প্রায়ই এই ধরনের হামলা চালানো হয় ইয়েমেন থেকে।

সোমবারও সৌদির চালানো বিমান হামলায় ইয়েমেনের অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

আজকের বাজার/একেএ