সৌদি আরবে গায়ককে জড়িয়ে ধরায় সৌদি নারী গ্রেফতার

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে একটি সঙ্গীত উৎসবে মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি বাংলার।

বিবিসি বাংলার খবরে বলা হয়, মাজিদ আল-মোহান্দিস নামে একজন খ্যাতিমান গায়ক তায়েফের অনুষ্ঠানটিতে গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব পরা এক নারী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং আল-মোহান্দিসকে জড়িয়ে ধরেন।

এ ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন কয়েকজন নিরাপত্তা রক্ষী। তারা ওই নারীকে টেনে ছাড়িয়ে নেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন।

পুলিশ বলছে, মহিলাটিকে একটি হাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অনলাইনে এ ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায় ওই নারী গায়ককে জাপটে ধরেছেন এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছেন।

সৌদি আরবে নারীদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সাথে প্রকাশ্যে মেলামেশা করা নিষেধ।

এছাড়া মদ্যপান, পোশাক এবং নারী-পুরুষকে আলাদা রাখার ব্যাপারে কড়া আইন রয়েছে দেশটিতে।

আজকের বাজার/একেএ