সৌদি আরবে ৪ দিনে গ্রেফতার প্রায় ১০ লাখ

মাত্র ৪ দিনের ব্যবধানে ৯ লাখ ৯৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব সরকার। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, গ্রেফতারকৃতদের ৫৮ শতাংশ-ই ইয়েমেনি নাগরিক বলে জানা গেছে। অন্যদিকে ৩৯ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্য দেশগুলোর।

প্রতিবেদনে বলা হয়, ১৮ থেকে ২২ এপ্রিলের মধ্যে এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। রেসিডেন্সি ও শ্রম নিয়ম ভঙ্গ এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের ঘটনায় নিরাপত্তা ও সীমান্তরক্ষা বাহিনী ১৪ হাজার ৪৬৭ জনকে গ্রেফতার করেছে।

এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে চলতি মাসে ১২ দেশের আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে সৌদির নিরাপত্তা বাহিনী। আটকদের মধ্যে সুদানের ১১ জন, ইয়েমেনের ৯ জন, মিশরের ২ জন এবং তুরস্ক, কেনিয়া, ইরান, সোমালিয়া, সিরিয়া, বাহরাইন ও কিরখিজিস্তানের একজন করে নাগরিক রয়েছে।

এস/