সৌদি যুবরাজের আন্ত্রিক রোগের অস্ত্রোপচার

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের আন্ত্রিক রোগ অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার সফল হয়েছে। বুধবার রাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, রিয়াদে কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে বুধবার সকালে ৩৫ বছর বয়সী এ যুবরাজের আন্ত্রিক রোগবিশেষের ল্যাপারোস্কপি সার্জারি সফল হয়েছে।
এ হাসপাতালের বাইরে যুবরাজের হেঁটে চলার এবং একটি গাড়ির সামনের যাত্রী আসনে বসে থাকার ভিডিও ফুটেজ এসপিএ টুইট করেছে।
সৌদি আরবের আধুনিক ইতিহাসে দেশটির একেবারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কার কাজ তদারক করে থাকেন যুবরাজ। প্রকৃতপক্ষে তিনিই দেশটির শাসন কার্য পরিচালনা করছেন।
২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন।
এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ হত্যার ঘটনায় যুবরাজের হাত থাকার প্রমাণ পওয়া গেছে। প্রতিবেদনটি ‘শিগগিরই ’ প্রকাশ করা হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সৌদি বাদশাহ সালমানের সঙ্গে কথা বলবেন। তিনি বাদশাহ’র ছেলে যুবরাজ মোহাম্মাদের সঙ্গে কথা বলবেন না।