স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যশোরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় স্বামীর বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করেছেন স্ত্রী নাজিরা ইসলাম। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকবর হোসেন। আসামি নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) বিএম তারিক-উজ-জামান সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের জাফরের ছেলে। তিনি ওএসডি হয়ে বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে কর্মরত আছেন।

মামলার বিবরণে জানা গেছে, তারিক-উজ-জামান ২০০৮ সালের ১৪ মার্চ নাজিরা ইসলামকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। তারিক-উজ-জামান মাদকাসক্ত হওয়ায় প্রায় সময় গভীর রাতে বাড়ি ফিরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে নাজিরা ইসলাম নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন। গত ৮ ফেব্রুয়ারি আবারও পাঁচ লাখ টাকা দাবি করে স্ত্রীকে মারধর করেন। এসময় যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় স্ত্রী-সন্তানসহ তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। এরপর ৭ মার্চ আসামি তার শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রী-সন্তানকে বাড়িতে নিয়ে যেতে বলা হলে যৌতুকের টাকা ছাড়া আর তাকে নিবে না বলে জানিয়ে চলে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে নাজিরা ইসলাম আদালতে মামলা দায়ের করেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান