স্থগিতের সিদ্ধান্ত না মেনে একাংশের নতুন কর্মসূচি

কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিতের যে সিদ্ধান্ত হয়েছে তা মানছেন না্ আন্দোলনকারীদের একটি অংশ।

উল্লেখ্য, সোমবার  সচিবালয়ে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৈঠকেই স্থগিতের সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত জানালেও অন্য অংশটি সেই সিদ্ধান্ত বর্জন করে ।

তারা মঙ্গলবার বেলা ১১টায় আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সোমবার রাত ১০টার পর ক্যাম্পাস ছেড়ে যায়।

আন্দোলনকারীদের ওই অংশ বলে যে, আগামী মাসে অধিকাংশ শিক্ষার্থীর পরীক্ষা ও রোজা। এই পরিকল্পনা করে মুলো ঝুলিয়েছে সরকার। আমরা এ সিদ্ধান্ত মানি না। অন্তত কোটা সংস্কারের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। আন্দোলনকারীরা ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে ফের উত্তেজনা তৈরি হয়।

আজকের বাজার/আরজেড