হঠাৎই ওয়ানডে দলে ডাক পড়ল মিরাজের

শততম টেস্ট খেলে দেশে ফিরেছেন সোমবার। ছিলেন না ওয়ানডে ফরম্যাটে। প্রস্তুতি নিচ্ছিলেন ২৭ মার্চ থেকে কক্সবাজারে শুরু হতে যাওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য। তবে এরই মধ্যে আবারও তার ডাক পড়লো শ্রীলঙ্কা যাওয়োর। কথা হচ্ছে বাংলাদেশের অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

শ্রীলঙ্কায় টেস্ট খেলে মাত্র দুদিন হলো দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি নিচ্ছিলেন ইমার্জিং কাপের জন্য। কিন্তু মিরাজের খেলা হচ্ছে না এই টুর্নামেন্ট। তাকে হঠাৎই ডেকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায় বাংলাদেশের ওয়ানডে দলে। ফলে আগে ১৬ সদস্যের দল ঘোষণা করলেও এখন দলটির সদস্য দাঁড়ালো ১৭ জন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা রয়েছে মিরাজের। তার বদলে ইমার্জিং কাপে বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছেন অফ স্পিনার নাঈম হাসান।