হরতালের নামে সহিংসতা হলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালের নামে কোনো সহিংসতা হলে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বিএপির হরতালে কোথাও কোন সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। আতংকিত হওয়ার কিছু নেই। এসএসসি পরীক্ষার একদিন আগে হরতাল দেয়া ঠিক হয়নি বিএনপির। তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটি এখন প্রমাণিত।’ যোগ করেন তিনি। এছাড়া আন্দোলনের নামে জনগণের ক্ষতি হলে বা কোন ধরনের সহিংসতা করলে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার করা জানান আসাদুজ্জামান খান।

সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন,‘জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে পার্সেন্টেজ কম থাকে। এক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে। ঢাকাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা বাসা বদল করে। এর ফলে তারা অনেক সময় নির্দিষ্ট কেন্দ্রে আর ভোট দিতে আসেন না। তবুও কেন কম লোক ভোটে আসল সেটি নিয়ে গবেষণা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, সব নির্বাচনে সহিংসতা হয়। এবার সেটি হয়নি। সুষ্ঠু পরিবেশে এবং কোন প্রকার ভয়-ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ থাকায় এবারের নির্বাচনে পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান