হাইতিতে বন্যায় কমপক্ষে ৪ জনের মৃত্যু

হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় চার জনের মৃত্যু হয়েছে ও একজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
হাইতিতে সাম্প্রতিক দিনগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির কমপক্ষে ২০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে এবং তিনটি একেবারে ধসে পড়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, দারিদ্রপীড়িত ক্যারিবীয় এ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যার কারণে তিন জনের মৃত্যুর এবং একজনের নিখোঁজ থাকার কথা জানা গেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে চতুর্থজন প্রাণ হারায়।
হাইতির কমপক্ষে ২০টি পৌরসভা এ দুর্যোগপূর্ণ আবহওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতি কর্তৃপক্ষ জানায়, এতে আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে এবং তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
তিন লাখ বাসিন্দার হাইতির দ্বিতীয় বৃহত্তম নগরী ক্যাপ-হাইতিয়েন এ খারাপ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পার্শ্ববর্তী আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে।