হিমাচল প্রদেশে ধসে বিল্ডিং ভেঙে মৃত্যু ৬ জনের

হিমাচল প্রদেশের সোলানে রেস্টুরেন্ট ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। এর মধ্যে ৬ জন সেনা জওয়ান রয়েছে বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তুপে আটকে আরও ৭ জওয়ান। পুলিস জানাচ্ছে, ধ্বংসস্তুপ থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন জওয়ান রয়েছেন।  রবিবার রাতভর বৃষ্টির জেরে সিমলা-সহ একাধিক জায়গায় ধস নামে। তার জেরেই এই দুর্ঘটনা।

ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরে দুই প্রতিনিধি দল। আরও একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক বৃষ্টির জেরে ধসে ওই রেস্টুরেন্টটি ভেঙে পড়ে। রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস।

জানা যাচ্ছে, ওই জওয়ানরা তাঁদের পরিবার নিয়ে কিছুক্ষণের জন্য ওই রেস্টুরেন্টে  হল্ট করেছিলেন। তার পরই এই দুর্ঘটনাটি ঘটে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উদ্ধারকাজে সব ধরনের প্রশাসনিক সহয়তার আশ্বাস দেন তিনি।