১৫০ দেশে ২ লাখ কম্পিউটার আক্রান্ত

ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল জানিয়েছে, গত শুক্রবার ১২ মে পৃথিবীজুড়ে হ্যাকাররা যে সাইবার আক্রমণ চালিয়েছে, তাতে ১৫০টি দেশের ২ লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে। এ বিষয়ে ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেছেন, ‘যে মাত্রায় এই সাইবার আক্রমণ হয়েছে তা আগে কখনো ঘটেনি।’

ব্রিটেনের আইটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ‘বিশ্ব এক ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন এবং সোমবার ১৫ মে অফিস-আদালত খোলার পর আক্রমণের সংখ্যা আরো বাড়তে পারে।’ যে দেশগুলো সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়া।

নিরাপত্তা বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়েছেন, আরো আক্রমণ হতে পারে এবং সেগুলো হয়তো ঠেকানো সম্ভব হবে না। আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোনো ফাইল খুলতে পারছেন না এবং সেগুলো আটকে দিয়ে কমপিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে ‘মুক্তিপণ’ হিসেবে টাকা দাবি করা হচ্ছে।

মি. ওয়েইনরাইট বলেছেন, ‘হ্যাকাররা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোকে ম্যালওয়্যার দিয়ে টার্গেট করেছে। এই র‌্যানসমওয়্যারটি নতুন ধরণের। কারণ, এটা একটা ভাইরাসের সাথে সমন্বিতভাবে কাজ করছে – যার ফলে একটি কম্পিউটার সংক্রমিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ছে।’