‘১৮ শতাংশ রেমিটেন্স কমেছে ৮ মাসে’

আজকেরবাজার ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বাংলাদেশের রেমিটেন্স আয় শতকরা প্রায় ১৮ ভাগ কমেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তাদেও নতুন প্রতিবেদনে বলা হয়েছে,বিশ্ব জুড়েই প্রবাসীদের আয়ের প্রবাহ কমছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার, ২২ এপ্রিল বিবিসির খবরে বলা হয়েছে, বিগত বছরে সারা বিশ্বে রেমিটেন্স প্রবাহ শতকরা ৪ ভাগের মতো কমে গেছে।
রাশিয়ার দুর্বল অর্থনীতি এবং জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান বা কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া, পশ্চিমা দেশগুলোতে অভিবাসী-বিরোধী মনোভাব তৈরি হওয়া- এধরনের নানা কারণেই রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়ছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি আরো জানায়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শীর্ষ খাত হচ্ছে প্রবাসী আয়। তাই অবধারিতভাবেই এর প্রভাব এসে পড়েছে দেশটির অর্থনীতিতে।
ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে মাইগ্রেশন অ্যান্ড রেমিটেন্স ফ্যাক্টবুক ২০১৬ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, চলতি অর্থবছর শেষ হওয়ার ৪ মাস বাকি থাকতে রেমিটেন্স আয় শতকরা ১৮ভাগ কমে গেছে।
ঢাকায় বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রতিবেদন অনুযায়ী মূলত দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রবাসী আয়ে গত বছর সবচাইতে বড ধাক্কাটা লেগেছে।
এর আগে রেমিটেন্স খাতে বছর বছর উন্নতিই দেখেছে বাংলাদেশ। কিন্তু ধাক্কাটা আসে গত বছর। এক বছরে প্রবাসী আয়ে ঘাটতি তৈরি হয় দেড়শ কোটি ডলারের উপরে।
আর চলতি অর্থবছর শেষ হওয়ার ৪ মাস বাকি থাকতে হিসাব বলছে, রেমিটেন্স আয় কমেছে ১৮শতাংশ।

আজকেরবাজার:এলকে/এলকে/২৩এপ্রিল,২০১৭