১ দিয়ে শুরু সাকিবের সিপিএল

16 July 2016; Shakib Al Hasan of Jamaica Tallawahs hits 6 during Match 17 of the Hero Caribbean Premier League match between Jamaica Tallawahs v St Kitts & Nevis Patriots at Sabina Park in Kingston, Jamaica. Photo by Randy Brooks/Sportsfile

আজকের বাজার ডেস্বঃ বলে এক উইকেট, ব্যাটে এক রান দিয়ে সিপিএল শুরু হলো সাকিবের। গত রাতে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। শুরুটা তার ভালো যায়নি। তালাওয়াসের শিরোপা ধরে রাখার মিশনটাও ভালো হ

লো না। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ১২ রানে হেরেছে তালাওয়াস।

বোলিংটা ভালোই করেছেন সাকিব। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে ট্রাইডেন্টস ব্যাটসাম্যান ২৪ বলে ২৮ রান নিয়ে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা ডোয়াইন স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। শোয়েব মালিকের ৩৩ ও শেষ দিকে ওয়েন পারনেলের ২৫ রানে ৭ উইকেটে ১৪২ তোলে ট্রাইডেন্টস।

জবাবে অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে শূন্য রানে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তালাওয়াস। সাকিব চারে ব্যাট করতে নেমে ৩ বলে ১ রান করে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের বলে বোল্ড হয়ে যান। লেন্ডল

 সিমন্স ৫৩ রান করলেও তালাওয়াসের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ত্রিনবাগো নাইট রাইডাসের হয়ে খেলতে গেছেন সিপিএলে। যদিও প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে এই ৬ আগস্ট পা রেখেছিলেন সাকিব আল হাসান। ১১ বছর পূর্তিতে উপলক্ষটা স্মরণীয় করে রাখার সুযোগটা মিস করলেন সাকিব আল হাসান।

আজকের বাজারঃ সালি/৬ আগস্ট ২০১৭