২০২৯ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ে পৌঁছাবে দেশ

অগামি ২০২৯ সালের মধ্যে দেশ উচ্চ-মধ্যম আয়ে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন।
তিনি বলেন, প্রবৃদ্ধির বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলেই এই ল্য অর্জন সম্ভব। এই ধারাবাহিকতায়ই নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব। আমরা যদি ২০২২ সাল নাগাদ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দুই অংকে নিয়ে যেতে পারি তবে ২০২৭ সালের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে পারব।
রোববার ২৩ এপ্রিল রাজধানীর একটি হোটেলে বিআইডিএস ক্রিটিকাল কনভারসেশন-২০১৭ এর এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ২০১৫ সালে নিম্ম-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দেশের মোট মাথাপিছু আয় ১০৪৬ মার্কিন ডলার থেকে বেড়ে ৪১২৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এখন আশা করা হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
দুই দিন ব্যপি সম্মেলনে শিা, নারী, শিশু, জলবায়ু এবং নারী উদ্যোক্তা শীর্ষক ১৪ টি প্রতিবেদন উপস্থাপন করা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মোস্তফা কামালের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি।
সম্মেলনের প্রথম সেশনের সভাপতিত্ব করেছেন ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন। এছাড়া বিআইডিএস মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ উপস্থিত ছিলেন।

 

আজকেরবাজার: আরআর/২৩.০৪.২০১৭