২০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার : অর্থমন্ত্রী

ডিসেম্ব,র জাতীয়, নির্বাচন, অর্থমন্ত্রী, আরটিভি অনলাইন, December, National, Election, Finance Minister, RTV Online

আগামী ২০ দিনের মধ্যেই নির্বাচনকালীন সরকারগঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, আমার ধারণা, আগামী ২০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তবে সেখানে বিএনপি কিংবা অন্য কোনো সুশীল সমাজের প্রতিনিধি থাকবে না।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বুধবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন এটা চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার (সুষ্ঠু) হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।

ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) ছাড়া নির্বাচন কখনোই পুরোপুরি সুষ্ঠু করা সম্ভব নয় মন্তব্য করেন মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ