৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

Credit Rating

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন, মেঘনা সিমেন্ট ও এইচআর টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) বিডিকম অনলাইনকে দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ হিসেবে রেটিং করেছে । ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) মেঘনা সিমেন্টকে দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী এইচআর টেক্সটাইলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-২’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।