৪৫ লাখ ৪১ হাজারেরও বেশি সারাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা

সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৪১ হাজার ১৪০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৩২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৯৪৪ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৯০৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪২ হাজার ০০৪ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ১৫০ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ২০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৯ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন।

এর আগে মঙ্গলবার অধিদপ্ত জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ৮৬ জন মারা গেছে এবং ৩ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১০.১১ শতাংশ। করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। দেশে সুস্থতার হার ৯৫.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২৩ জন, রংপুরে ২ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৮ জন, রাজশাহীতে ৮ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান