মানসিক চাপে অনেক বিনিয়োগকারি : শেষ কার্যদিবসেও সূচক পতন

এস এম জাকির হুসাইন:
দেশের দুর্ই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসেও মূল্য সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার পুঁজিবাজারে  লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এ নিয়ে সাধারণ বিনিয়োগকারিদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। একাধিক বিনিয়োগকারির সাথে আলাপকালে আজকের বাজারকে জানান বাজারের আচরণ এখন খুবই অস্বাভাবিক । এভাবে চলতে থাকলে পুঁজিবাজারের প্রতি মানুষের অনাস্থা আরও বাড়বে।

অপরদিকে পুঁজিবাজারের এ সপ্তাহের সার্বিক পর্যালোচনায় স্টারলিংক স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নাসির উদ্দিন আজকের বাজারকে বলেন, পুঁজিবাজারে এখন মনস্তাত্ত্বিক গেইম চলছে। যেহেতু এই সপ্তাহে প্রায় প্রতিদিনই মার্কেট নিম্নমুখী ছিল তাই বিনিয়োগকারিরা ধারণা করছেন, এভাবে চললে মার্কেট আরও পড়ে যাবে।  হয়তো শেয়ারগুলো এখন বিক্রি করলে লস ঠেকানো যাবে এবং পরে আরও কম মূল্যে কেনা যাবে।

মার্কেট ডাউনের পেছনে গুজবকেও দায়ি করেন অনেকে। যেমন- এখন  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মার্কেটে নেই বলে একটি গুজব বাজারে অনেকের মুখে মুখে।

নাসির উদ্দিন আরও বলেন, অবস্থার উন্নতি ঘটাতে হলে বাজার ঢেলে সাজাতে হবে এবং মার্কেট আরও বড় করতে হবে। হতাশ হবার কিছু নেই, বাজার তার নিজস্ব গতিতেই ইউটার্ন করবে। এখন বিনিয়োগকারিরা অল্প সময়েই অধিক মুনাফা পেতে চায়। কিন্তু দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে বিনিয়োগকারিরা বেশি লাভবান হবেন একইসঙ্গে বাজারও স্থিতিশীল হবে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দিনের  তুলনায় ১২৬ কোটি ২৯ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

এদিকে  প্রধান মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস  সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫০ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার রিপোর্ট:আরআর/২০.০৪.২০১৭