অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৮, পিছিয়ে ২৪২ রানে

অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টের অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেই পড়েছে  চরম বিপদে। দিন শেষে ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। দিনের শেষে যেন ঘটে দিনের শুরুর পুনরাবৃত্তি। বাংলাদেশের টপ অর্ডারের মতোই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন।

প্রথম সাফল্য এনে দেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ডেভিড ওয়ার্নার। ৮ রান করে সাজঘরে হাঁটেন ওয়ার্নার। তিন নম্বরে ব্যাট করতে আসেন উসমান খাজা। পরের ওভারের প্রথম বলেই ১ রান করে রান আউট হয়ে ফিরে যান খাজা। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয় নাথান লায়নকে। নাইটওয়াচম্যান নিয়ে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার রয়েছে এক দারুণ সুখস্মৃতি। ২০০৭ সালে নাইটওয়াচ ম্যান হিসেবে নামা জ্যাসন গিলিস্পি বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়ে বসেছিলেন ডাবল সেঞ্চুরি। কিন্তু এবার আর নাইটওয়াচম্যান দিয়ে কাজ হলো না। খাজার বিদায় হওয়ার ওভারেই নাথান লায়নকে এলবিডব্লিউ করেন সাকিব আল হাসান।

ওপেনার ম্যাট রেনশকে এরপর সঙ্গ দেন অধিনায়ক স্টিভ স্মিথ। দিনশেষে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮। স্টিভ স্মিথ ৩ ও ম্যাট রেনশ ৬ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশ এগিয়ে আছে ২৪২ রানে।

এর আগে তামিম-সাকিবের অনবদ্য চেষ্টার পরেও খুব বেশি দীর্ঘ হলো না অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস। ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজেলউডের বোলিং এর সামনে মাত্র ২৬০ রানেই থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।

মোটেও ভালো অবস্থানে নেই অস্ট্রেলিয়া। বাংলাদেশের পুঁজিও অল্প। তাই প্রথম দিনশেষে চালকের আসনে বসানো যাচ্ছে না কোনো দলকেই।

সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ২৬০/১০, প্রথম ইনিংস

সাকিব আল হাসান ৮৪, তামিম ইকবাল ৭১, নাসির হোসেন ২৩, মেহেদি হাসান মিরাজ ১৮

অ্যাশটন অ্যাগার ৩/৪৬, প্যাট কামিন্স ৩/৬৩, নাথান লায়ন ৩/৭৯

অস্ট্রেলিয়া ১৮/৩, প্রথম ইনিংস

ডেভিড ওয়ার্নার ৮, ম্যাট রেনশ ৬*, স্টিভ স্মিথ ৩*

সাকিব আল হাসান ১/৩, মেহেদি হাসান মিরাজ ১/৭

আজকের বাজার: সালি / ২৭ আগস্ট ২০১৭