জবি’তে ‘আইইইই’ এর যাত্রা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে্ ‘আইইইই স্টুডেন্টস ব্রাঞ্চ’ -এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কর্তৃক ‘আইইইই ডে’ উপলক্ষ্যে একটি সেমিনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন, অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, ‘আইইইই স্টুডেন্টস ব্রাঞ্চ’ এর সেক্রেটারী চৌধুরী আকরাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উজ্জ্বল কুমার আচার্য্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘আইইইই স্টুডেন্টস ব্রাঞ্চ’ এর কাউন্সিলর এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেহনাজ তাবাস্সুম।

এ সময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের নতুন হার্ডওয়ার ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘আইইইই স্টুডেন্টস ব্রাঞ্চ’ এর যাত্রা শুরুর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল এ্যাসোসিয়েশন ‘আইইইই’ র সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত হলো।

আজকের বাজার : এমএম / ২৫ অক্টোবর ২০১৭