বগুড়ায় কৃষকরা আমন রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন

জেলার  কৃষকরা  এখন আমন রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ।এবার  আমন মৌসুমে অনা বৃষ্টি সত্বেও লক্ষ্যমাত্র অর্জন হবে এমন আশাবাদ ব্যক্ত করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবুর রহমান।

বগুড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫শ‘ হেক্টর জমিতে আমান  চাষের বিপরীতে   ৫ লাখ  ৯৯ হাাজর ১৬৪ মেট্রিক টন চাল উৎপাদন হবে এমন আশাবাদ  কৃষি কর্মকর্তাদের । কৃষি কর্মকর্তারা জানান আষাঢ় ও শ্রাবণ মাসে অনাবৃষ্টিতে কৃষকদের সেচ দিয়ে আমান রোপণের পরামর্শ দেয় হয়েছিল। তাদের বলা হয়েছিল বৃষ্টি আশায় আমন রোপণে বিলম্ব হলে ফলনে বিপর্যয় হবে। কৃষি বিভাগের পরামর্শ তারা শুনে সেচ দিয়ে আমন রোপণ শুরুকরেন। কৃষি বিভাগ কৃষকদের আরো বোঝাতে সক্ষম হয় যে সেচে একটু খরচ হলেও তারা এবার আমনে ভালো দাম পাবে। ইতমধ্যে বগুড়া জেলায় ১ লাখ ৭০ অবশিষ্ট প্রায় ১৩হাজার হেক্টর জমিতে আর মাত্র ৭/৮ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবার আশা করছে কৃষি কর্মকর্তরা।
হাজার হেক্টর জমিতে আমান রোপণ করা হয়েছে। এরই  মধ্যে শ্রাবণের শেষ  কাঙ্খিত বৃষ্টি হওয়ায স্বস্তি ফিরেছে কৃষকের  মধ্যে। বর্ষ মৌসুমের শেষে কাঙ্খিত বৃষ্টি পেয়ে কৃষকরা ঘুরে দাঁড়িয়েছে।   এখন ক্ষেতে ক্ষেতে আমন  রোপণে কর্মব্যস্ততা বেড়েছে কৃষকের।

গত বছরের চেয়ে এবার ১ হাজার হেক্টর  জমিতে বেশি ধান চাষ হয়েছে। গতবছর আমন চাষ হয়েছিল ১ লাখ ৮২ হাজার ৯শ‘ হেক্টর জমিতে। ফলন পাওয়া গিয়েছিল ৫লাখ ৫১ হাজার ৫ লাখ ৯৬ হাজার ২৮৫ মেট্রিক টন(চাল আকারে)।
এবার গত বছরের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে  যাওয়ার  আশা করছেন কৃষি কর্মকর্তারা। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে  প্রায় ৬ লাখ মেট্রিকটন। (বাসস)