বিশ্বে করোনাভাইরাসে প্রায় ২০ কোটি ৪০ লাখ মানুষ আক্রান্ত

বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ১৩ হাজার ৩৪২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৯ লাখ ২৫ হাজার ০২২ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৪৭ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৭৮১ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৬৩০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৮ হাজার ১০৮ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৭৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২ লাখ ১২ হাজার ৬৪২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জনে।

বাংলাদেশ পরিস্থিতি:-

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এর আগে গত ৫ আগস্টও আগের ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।

বিজ্ঞপ্তি জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন। এনিয়ে মোট মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৩.৫৪ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৮ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। দেশে সুস্থতার হার ৮৯.৭১ শতাংশ। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান