‘বেনাপোল এক্সপ্রেস’-এ অগ্নিসংযোগ ও হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে ওবায়দুল কাদেরের অনুরোধ

‘বেনাপোল এক্সপ্রেস’-এ নাশকতামূলক আগুন- সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতার অংশ কিনা তা দ্রুত তদন্ত করে উদঘাটন করতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকাগামী যাত্রাবাহী ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’-এ অগ্নিদগ্ধ হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আজ শনিবার দেয়া এক শোক বিবৃতিতে তিনি এই অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস’-এ নাশকতামূলক আগুন- সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতার অংশ কিনা তা দ্রুত তদন্ত করে উদঘাটন এবং নির্মম এই হত্যাকা-ে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
শোক বিবৃতিতে কাদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। (বাসস)