করোনাভাইরাস: দেরিতে হজের পরিকল্পনা নেয়ার আহ্বান সৌদির

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তীর্থযাত্রা বাতিল হতে পারে উল্লেখ করে এ বছর ১০ লাখেরও বেশি মুসলিমকে আরও দেরিতে হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা। এর আগে গত ফেব্রুয়ারিতে মক্কা ও মদিনার পবিত্র শহরগুলোতে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, ১৯১৮ সালের মহামারি ফ্লুতে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি মানুষের মৃত্যুর পরও এমন পদক্ষেপ নেয়নি সৌদি।

সৌদিজুড়ে দেড় হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত এবং এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হওয়ার পর সেখানে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।এছাড়া মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন প্রায় ৩ হাজার ৩০০ জন। যার বেশিরভাগই ইরানে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নিজেদের নাগরিক ও সকল মুসলিমদের সুরক্ষা দিতে আমরা প্রস্তুত। এজন্যই আমরা বিশ্বের সকল মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো চুক্তি (ট্যুর অপারেটরদের সাথে) স্বাক্ষর না করতে।’ সূত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার