ট্রেনের শিডিউল বিপর্যয়: ক্ষমা চাইলেন মন্ত্রী

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে শুক্রবার সকালে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ১৮টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে কিছু সমস্যার কারণে চারটি ট্রেন সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। এজন্য আমি দুঃখিত। কাল থেকে এই সমস্যা হবে না।’

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সাথে কথা বলে সংবাদ সম্মেলনে হাজির হন রেলমন্ত্রী।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস সোয়া ২ ঘণ্টা, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ১ ঘণ্টা ১০ মিনিট, চিলহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ১ ঘণ্টা ৪০ মিনিট এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস সোয়া ৭ ঘণ্টা দেরিতে ছাড়ে।

রেলমন্ত্রী বলেন, চাকরির উদ্দেশ্যে প্রায় দুই কোটি মানুষ ঢাকায় বাস করে। গ্রামে ঈদ করতে তারা বাড়ি যাবেন। এজন্য অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা ভালো সেবা দেয়ার চেষ্টা করছি। এই সমস্যাগুলো ভবিষ্যতে থাকবে না।’

মো. নুরুল ইসলাম সুজন বলেন, বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে দেশের রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের করা হবে।

তিনি বলেন, যদিও আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা পিছিয়ে যেতে চাই না বরং বিভিন্ন সুবিধা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

রেলমন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় আমরা যাত্রীদের হয়রানি কিছুটা কমাতে পেরেছি। এবছর আমরা ই-টিকিট ব্যবস্থা চালু করেছি।

আজকের বাজার/এমএইচ