দর বাড়ার শীর্ষে বাংলাদেশ সাবমেরিন কেবল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পনী লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৫৪ টাকায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকা আর মোট লেনদেন হয় ১৯ লাখ ৯৯ হাজার ৫৬৪ টি শেয়ার।

এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৪৮ টাকা ৮০ পয়সায়। মোট লেনদেন হয় ২৯ লাখ ৯ হাজার ৬৭৫ টি শেয়ার। যার বাজারমূল্য ১৪ কোটি ১০ লাখ টাকা।

তৃতীয় স্থানে উঠে আসা সোনালী আঁশ লিমিটেড লিমিটেডের দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৬৯৩ টাকা ৭০ পয়সায়। মোট লেনদেন হয় ৫২ হাজার ১১৮ টি শেয়ার, যার বাজার মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: স্টাইল ক্রাফট লিমিটেড, রেনউইক যজ্ঞেশর লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড, লিবরা ইনফিউশন লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টসলিমিটেড, গ্লাক্সো স্মিথ ক্লাইন, বার্জার পেইন্টস লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা