বিমানের ফ্লাইট থেকে ১৭ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে বুধবার ২৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সহিদুল ইসলাম জানান, শুল্ক বিভাগের কর্মকর্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৫ বিমানের সিটের নিচে বিশেষভাবে রাখা ২৪টি স্বর্ণের বার উদ্ধার করে।

প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।