সূচকের পতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের নিম্নমূখী প্রবনতায় শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। তবে গত দিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান। ডিএসইতে গতদিনের চেয়ে ১৮২ কোটি ২৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে আজ।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক সর্বশেষ অবস্থান করে ৫ হাজার ৭৩১ পয়েন্টে, সূচক কমেছে ১ পয়েন্ট। আজ ডিএসইতে মোট লেনদেন হয় ৯০১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা  মোট লেনদেন হওয়া ৩৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৫৫ টির, কমে ১৪৮ টির আর অপরিবর্তিত থাকে ৪৫ টির দর।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৭ কোটি ৬১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৫৪ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৬৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৩২ টির, কমে ১১০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৪ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা