লাভজনক প্রস্তাব পেলে টিপিপিতে ফিরবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হলে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ, টিপিপি’তে ফিরতে রাজি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক টুইটার বার্তায় মার্কিন ডোনাল্ট ট্রাম্প জানান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেয়া প্রস্তাবের চেয়ে আরো ভালো কোনো প্রস্তাব যদি টিপিপি দিতে পারে তাহলে তারা আবার এই চুক্তিতে ফিরে আসার বিষয়টি বিবেচনা করবেন।

এর আগে বাণিজ্যিক এ চুক্তির তীব্র বিরোধিতা করে তা থেকে সরে এলেও, আবারো টিপিপিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এরই মধ্যে টিপিপিভুক্ত ১১টি দেশের মধ্যে ছয়টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের। টিপিপির সবচেয়ে বড় অংশীদার জাপানের সঙ্গেও চুক্তি করতে আগ্রহী মার্কিন প্রশাসন। একই সঙ্গে নাফটা চুক্তি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন ডোনাল্ট ট্রাম্প।

দেশটির কৃষিভিত্তিক রাজ্যগুলোর আইনপ্রণেতারা ট্রাম্পের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। হোয়াইট হাউজ অবশ্য জানিয়েছে, প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য তার আগের অবস্থান থেকে সরে আসা নয়, বরং সেটির সঙ্গেই সঙ্গতিপূর্ণ।

আজকের বাজার/আরজেড