অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ২৮৯৫৮ জনকে আইনি সেবা

দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত নাগরিকদের সরকারি আইনি সহায়তা কার্যক্রমে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ২৮ হাজার ৯’শ ৫৮ জনকে আইনি সেবা প্রদান করা হয়েছে। এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে ৫ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৮৪ টাকা। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ৮২৬৯ জনকে আইনি পরামর্শ, ৮১৮৮ মামলায় সহায়তা, ৪৬৬১ বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা এবং ৫ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৮’শ ৮৭ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩৬০ জনকে আইনি সেবা, ৫৪ মামলায় সহায়তা করা হয়েছে। জাতীয় আইনি সহায়তা হেল্পলাইন কলসেন্টার টোল ফ্রি-‘১৬৪৩০’ এর মাধ্যমে ৬৮৭৭ জনকে আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেবায় আইনি পরামর্শ ৩৪৭ জনকে, ৭৬ মামলায় আইনি সহায়তা এবং ১২৬ মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা প্রদান করা হয়েছে। এখানে ক্ষতিপূরন আদায় করে দেয়া হয়েছে ২৪ লাখ ৫৬ হাজার ১’শ ৯৭ টাকা। এ সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে এবারও আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালন করবে সরকার। মুজিববর্ষ উপলক্ষে এবার এ দিবস স্বাড়ম্বরে পালন করা হবে। খবর-বাসস

আজকের বাজার/ আখনূর রহমান