‘আওয়ামী লীগ কখনও নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে না’

আওয়ামী লীগ কখনও নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (২৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে  এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘নির্বাচন ব্যবস্থার সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেনি। তখন তো আওয়ামী লীগ হস্তক্ষেপ করেনি। আওয়ামী লীগ কখনও নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে না।’

তিনি বলেন, ‘কেন সাত সকালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মতলব কী বিএনপি’র? তারা নির্বাচন কমিশন ও নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে অগণতান্ত্রিক শক্তিকে উস্কে দিতে চায়।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই, একথা সত্যি। আমরা তৃণমূলে কথা বলে এর দুটি কারণ খুঁজে পেয়েছি। এক. তাদের পার্টির সাংগঠনিক দুর্বলতা। দুই. দলের অভ্যন্তরীণ কোন্দল। গাজীপুরে বিএনপি’র সাবেক মেয়র অ্যাডভোকেট আব্দুল মান্নান বিএনপির প্রার্থীর প্রচারণার জন্য একদিনও মাঠে নামেননি। সেখানে তাদের সাংগঠনিক কোন্দল রয়েছে এবং সে কারণেই তারা অনেক কেন্দ্রে এজেন্টও দিতে পারেনি। অথচ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চাচ্ছে। বিএনপি চিরায়তভাবে স্বভাববশত মিথ্যা কথা বলছে, মিথ্যা অভিযোগ করছে।’

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

আরজেড/