আট ঘণ্টা পর সিলেটে ট্রেন চলাচল স্বাভাবিক

আট ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ চলায় বন্ধ ছিল ট্রেন চলাচল।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন জানান, শনিবার ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়। সকাল ১০টার মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বড়ছড়ায় পানির স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। দুপুর সোয়া ১টার দিকে উদ্ধার কাজ শেষ হওয়া ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এরআগে গতকাল শুক্রবার বড় ছড়া ব্রিজ ঝুঁকিপূর্ণ থাকায় দেড় ঘণ্টা আটকা পড়ে সিলেট থেকে চট্টগ্রাগামী পাহাড়িকা এক্সপ্রেস।

২৩ জুন রাতে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন ছেড়ে এসে মনছড়া রেল সেতুটি অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়ে। এতে নিহত হন ট্রেনের ৪ যাত্রী। আহত হন আরো দুই শতাধিক।

আজকের বাজার/এমএইচ