ইউরোপ জুড়ে তাপমাত্রা বেড়েই চলছে!

People cool down in the fountains as temperatures reached 30 degrees Celsius, at Toldbod Plads in Aalborg, Denmark, Wednesday July 24, 2019. (Henning Bagger/Ritzau Scanpix via AP)

শীতল ইউরোপ উপমহাদেশ ক্রমাগত গরম হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধির হার অতীতের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাচ্ছে।

প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন স্থানের পাশাপাশি জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেবার্গ ও সুইজারল্যান্ডের বিভিন্ন অংশে বৃহস্পতিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।খবর ইউএনবি।

বেলজিয়াম ও জার্মানিতে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অপরদিকে নেদারল্যান্ডে ৭৫ বছরের বছরের মধ্যে এবারের তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। তবে এখানেই শেষ নয়, আরও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বয়স্ক ও অসুস্থদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কারণ ইউরোপের শহরগুলোর বাসা-বাড়ি, অফিস, স্কুল অথবা হাসপাতালগুলোতে এয়ার কন্ডিশন (এসি) তেমন একটা নেই।

গরম থেকে বাঁচতে বুধবার ইউরোপের একটি কৃত্রিম ঝর্ণার পানিতে শিশুদের শরীর ভেজাতে দেখা যায় ।

গ্রীষ্মে ইউরোপের তেমন একটা বৃষ্টিপাত না হওয়ায় আবহাওয়া এমনিতেই রুক্ষ থাকে। ফলে গরম, বাতাস, ও ঝড় থেকে সম্ভাব্য বজ্রপাতে অগ্নিকাণ্ডের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

এতো গরমের কারণ কি?

যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ রিয়ান মাউয়ে বলেন, ইউরোপে দুমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির উপকরণগুলোর সাথে উত্তর আফ্রিকা থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের উপকরণের মধ্যে মিল রয়েছে। উত্তর আফ্রিকা থেকে আসা এ বাতাসগুলো আটলান্টিক ও পূর্ব ইউরোপের মাঝে ঠান্ডা ও ঝড়ো সিস্টেমের মধ্যে আটকে গেছে।

এ গরম কখন শেষ হবে?

বিশেষজ্ঞরা বলছেন, কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। সপ্তাহ শেষে সেটা ব্যাপকভাবে হ্রাস পেতে পারে।

আজকের বাজার/লুৎফর রহমান