ইসরাইলের সাধারণ নির্বাচনে চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসরাইলের সাধারণ নির্বাচনে মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ মাসের মধ্যে দেশটির এটি হচ্ছে দ্বিতীয় সাধারণ নির্বাচন। ইসরাইলের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নেতানিয়াহু তার মেয়াদ বৃদ্ধির চেষ্টা করছেন। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দেশটির অধিকাংশ এলাকায় তা রাত ১০টায় শেষ হবে। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত নির্বাচনের মতো এবারও নেতানিয়াহু সাবেক সামরিক প্রধান বেনি গ্যান্তজ ও তার মধ্যপন্থী ব্লু ও হোয়াইট অ্যালায়েন্সের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।