ইয়েমেনের জাওফ প্রদেশের ৯৫ শতাংশ মুক্ত

ইয়েমেনের সেনাবাহিনী বলছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের দখল থেকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওফের ৯৫ শতাংশকে মুক্ত করা হয়েছে এবং লড়াইয়ে কমপক্ষে ১,২০০ ভাড়াটে সেনা নিহত হয়েছে।

গত মাসের মাঝামাঝি থেকে জাওফ মুক্ত করার অভিযান শুরু হয়েছিল বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি আরও জানান, অভিযানে সৌদি নেতৃত্বাধীন অনেক শিবির ধ্বংস হয়েছে এবং এ প্রদেশের আল-মারজাইক এবং আল-মুহানশিমাকে মুক্ত করা হয়।

ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি লড়াইয়ে সৌদি সেনা নিহত হওয়ার কথা ব্যক্ত করেন। তিনি জানান, এ লড়াইয়ে অন্তত ১২০০ ভাড়াটে সেনা নিহত হয়েছে। এ ছাড়া, সদ্য মুক্ত হওয়া অঞ্চলের পরিমাণ উল্লেখ করেন তিনি। তিনি জানান, গোটা আল-হাজম মরুভূমিসহ সদ্য মুক্ত হওয়া অঞ্চলের পরিমাণ ৩৫০০ বর্গ কিলোমিটার হবে।

ইয়েমেনি অভিযানে এ প্রদেশে সৌদি গুরুত্বপূর্ণ ঘাঁটি আল-লাবানাত ধ্বংস হওয়ার কথা উল্লেখ করে তিনি আরও জানান, এর মধ্য দিয়ে পার্শ্ববর্তী মা’রিব প্রদেশে অনুরূপ অভিযানের পথ খুলে গেছে।