ঈদে ১২ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২২১

ঈদুল ফিতরের ১২ দিনের ছুটিতে গত ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত দেশের সড়ক ও মহাসড়কে ১৮৫টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২১ জন নিহত, ৬৫২ জন আহত এবং ৩৭৫ জন পঙ্গুত্ব বরণ করেছেন।

এসময়ে নদীপথে পাঁচ দুর্ঘটনায় চারজন নিহত হন এবং ট্রেন দুর্ঘটনায় নিহত হন আরও ২২ জন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার (অব.) জিএম কামরুল ইসলাম।

সংগঠনটির দুর্ঘটনা গবেষণা ও পর্যবেক্ষণ সেল রিপোর্টটি প্রস্তুত করে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রা ছিল অনেক স্বস্তিদায়ক।

এছাড়া অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিছুটা কমেছে।

১৮টি জাতীয় পত্রিকা, ছয়টি আঞ্চলিক এবং ১০টি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ