উত্তরখানে গ্যাস লিকেজের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫

রাজধানীর উত্তরখান বেপারি পাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন।

এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে পাঁচজনই মারা গেলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বুধবার সকাল ৯টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাবলুর (৩৩) নামে এক ব্যক্তি মারা যান।

গত শনিবার ভোর রাত ৪টায় উত্তরখান বেপারি পাড়া এলাকার ওই ভবনের নিচতলার গ্যাস পাইপলাইনের লিকেজে সৃষ্ট আগুনের ঘটনায় আটজন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভবনটির বাসিন্দা দগ্ধ আজিজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মুসলিমা ওরফে উর্মি (১৬), চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৫০) ও পূর্ণিমা (৩০) মারা যান।

হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, আনজুর ৬ শতাংশ, আব্দুল্লাহর ১২ শতাংশ এবং সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।

আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

আজকের বাজার/এমএইচ