উত্থান প্রবণতায় চলছে দুই পুঁজিবাজারের লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে (৫ ডিসেম্বর)দুই পুঁজিবাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। সাড়ে বারোটা পর্যন্ত বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে ধীর গতিতে।

লেনদেন শুরু হওয়ার একঘণ্টা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬২৮২ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর। ডিএসইতে এ পর্যন্ত লেনদেন হয়েছে ২৪৩ কোটি ১৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৩৭ পয়েন্টে।

সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছ ২০টির দর। একঘণ্টায় সিএসইতে ৫ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/৫ডিসেম্বর