এক মিনিটে খেয়ে ফেললেন ৫০ মরিচ !

১ মিনিটে ৫০ টি ঝাল মরিচ খেয়ে রেকর্ড করেছেন চীনের এক ব্যাক্তি।

সোমবার (১০ জুলাই) ঝালপ্রেমী মানুষদের নিয়ে এক বার্ষিক চিলি পিপার উৎসবের আয়োজন করা হয় হুনান প্রদেশের নিনক্সিয়াংয়ের স্থানীয় থিম পার্কে। এই উৎসবটি চলবে অগাস্ট মাসের শেষ পর্যন্ত। আযোজকরা এ উৎসবে ১মিনিটে ৫০টি মরিচ খাওয়ার একটা প্রতিযোগিতামূলক খেলার অংশও রেখেছেন।

প্রথম দিনের এ  প্রতিযোগিতায় জয়ী মরিচখেকো ব্যাক্তির নাম ট্যাং শুয়াইহুই। ওই ব্যক্তি এক মিনিটে পঞ্চাশটি মরিচ খেয়ে প্রথম স্থান অধিকার করেন। এজন্য তাকে তিন গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হয়।

একটা পুলের মধ্যে ভাসমান ৩টন লঙ্কার মধ্যে প্রতিযোগীদের বসানো হয়েছিল। জরুরি সেবার জন্য ডাক্তারের উপস্থিতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দশ জন প্রতিযোগীর প্রত্যেককে ৫০টি করে মরিচ খেতে দেওয়া হয়েছিল।

সবচেয়ে কম সময়ে যে শেষ করতে পারবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। ট্যাং মাত্র ৬৮ সেকেন্ড সময়ের মধ্যে সবকটা মরিচ খেয়ে ফেলেছিল। সঞ্চালকের ঘোষণা বক্তব্য শেষ হতে না হতেই ট্যাং খুব দ্রুত মরিচগুলো খেয়ে ফেলেন।

প্রসঙ্গত, হুনান প্রদেশের বিভিন্ন খাদ্য তার মশলা এবং রঙের জন্য বিখ্যাত। এছাড়াও চীনের সিচুয়ান, ক্যান্টোনিজ ইত্যাদি বিভিন্ন প্রদেশের খাবারই বেশ বিখ্যাত।

অগাস্ট মাসের শেষ পর্যন্ত  প্রতিদিনই ১মিনিটে ৫০টি  লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার খেলাটি  চলতে থাকবে।

আজকের বাজার/এসএম