এরশাদের মৃত্যুতে বিএনপির শোক

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার একটি শোকবার্তার মাধ্যমে ফখরুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে একটি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এরশাদের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন।

তিনি বলেন, বর্তমানে আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৮ জুলাই বরিশাল ও ২০ জুলাই চট্টগ্রামের সমাবেশ নিয়ে ব্যস্ত আছি। আমরা কয়েক দিন পরে এর প্রতিক্রিয়া দিব।

৮৯ বছর বয়সী এরশাদ গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গত ৪ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বিকালে সাবেক এই রাষ্ট্রপতিকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

আজকের বাজার/এমএইচ