কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে শামসুল আলম (৬৫) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার উপজেলার টৈটং ইউনিয়নের গারা নামক জঙ্গলে কাঠ কাটতে গেলে তিনি হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান বলে।

নিহত শামসুল আলম টৈটং ইউনিয়নের মাদ্রাসাপাড়ার মৃত মোজাহের আহমদের ছেলে।

টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার সকালে গারা নামক ওই জঙ্গলে কাঠ কাটতে যান শামসুল আলম। এ সময় বন্যহাতির আক্রমণে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার পরিবারের লোকজন খোঁজ করে ওই জঙ্গল এলাকায় তার লাশ পায়।

স্থানীরা জানান, নিহত কাঠুরিয়া আবদুল খালেকের মরদেহ পাশে একটি বন্যহাতি পাহারা দিতে দেখতে পাই। পরে বন-বিভাগের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত আবদুল খালেকের মরদেহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান