কক্সবাজারে লকডাউন আরোপ

করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যটন জেলা কক্সবাজারকে লকডাউন ঘোষণা করছে প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ডিসি কক্সবাজার’ থেকে এ ঘোষণা দেন। ফেসবুকে দেয়া এ স্ট্যাটাসে জেলা প্রশাসক আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন। স্ট্যাটাসে লেখা হয়, ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সব আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে কামাল হোসেন বলেন, ‘আমরা কক্সবাজারবাসীকে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত রাখতে চাই। আমরা চাই এ জেলার একজন মানুষও যেন এ ভাইরাসে আক্রান্ত না হোন। তাই বাইরে থেকে কোনো মানুষ যেন জেলার ভেতরে আসতে না পারেন আর কক্সবাজার থেকে কোনো ব্যক্তি যেন বাইরে যেতে না পারে সে জন্য জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।’

‘আমরা বার বার মানুষকে ঘরে অবস্থানের জন্য বলছি। কারও ঘরে খাদ্য সংকট দেখা দিলে আমরা খবর পেলেই সেখানে খাদ্য পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি। এরপরও আমাদের আহ্বান- আপনারা ঘরে থাকুন। নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে করোনাভাইরাসের কবল থেকে বাঁচান,’ যোগ করেন তিনি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার