কনস্টেলেশন ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি কনস্টেলেশন ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৯ মে) অনুষ্ঠিত বিএসইসির ৬৮৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ১ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ৯ কেটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মূক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ইনভেস্টমেন্ট করর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ব্র্যাক ব্যাংক।