করোনাভাইরাসে বিশ্বে ৮৯ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ৩,০০০

চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৮৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে এ রোগে আক্রান্ত হয়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই রোগকে ‘কোভিড-১৯’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা গত বছরের শেষ দিকে সংক্রমিত হওয়া শুরু করে।

বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা-

চীন: দেশটির মূল ভূখণ্ডে ৮০ হাজার ২৬ জন আক্রান্তের মধ্যে ২ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা, যেখান থেকে প্রাণঘাতি এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল।

হংকং: আক্রান্ত ৯৮, মৃত্যু ২

ম্যাকাও: আক্রান্ত ১০

দক্ষিণ কোরিয়া: আক্রান্ত ৪,৩৩৫, মৃত্যু ২৬

ইতালি: আক্রান্ত ১,৬৯৪, মৃত্যু ৩৪

ইরান: আক্রান্ত ১,৫০১, মৃত্যু ৬৬

জাপান: আক্রান্ত ৯৭৬, মৃত্যু ১২। আক্রান্তদের মধ্যে ৭০৫ জনই প্রিন্সেস ডায়মন্ড নামের জাহাজের যাত্রী।

জার্মানি: আক্রান্ত ১৫৭

ফ্রান্স: আক্রান্ত ১৩০, মৃত্যু ২

সিঙ্গাপুর: আক্রান্ত ১০৮

যুক্তরাষ্ট্র: বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে ৮০ জন নাগরিক এ রোগে আক্রান্ত হয়েছেন, মৃত্যু ২

স্পেন: আক্রান্ত ১১৯

কুয়েত: আক্রান্ত ৫৬

বাহরাইন: আক্রান্ত ৪৩, মৃত্যু ১

তাইওয়ান: আক্রান্ত ৪১, মৃত্যু ১

মালয়েশিয়া: আক্রান্ত ২৯

যুক্তরাজ্য: আক্রান্ত ৪০, মৃত্যু ১

থাইল্যান্ড: আক্রান্ত ৪২, মৃত্যু ১

অস্ট্রেলিয়া: ২৪, মৃত্যু ১

সংযুক্ত আরব আমিরাত: আক্রান্ত ২১

কানাডা: আক্রান্ত ২৪

সুইজারল্যান্ড: আক্রান্ত ২৪

ইরাক: আক্রান্ত ২১

নরওয়ে: আক্রান্ত ১৯

নেদারল্যান্ডস: আক্রান্ত ১৮

ভিয়েতনাম: আক্রান্ত ১৬

সুইডেন: আক্রান্ত ১৪

অস্ট্রিয়া: আক্রান্ত ১৪

ইসরায়েল: আক্রান্ত ১০

লেবানন: আক্রান্ত ১০

বেলজিয়াম: আক্রান্ত ৮

ক্রোয়েশিয়া: আক্রান্ত ৮

গ্রিস: আক্রান্ত ৭

ফিনল্যান্ড: আক্রান্ত ৬

ওমান: আক্রান্ত ৬

রাশিয়া: আক্রান্ত ৬

ভারত: আক্রান্ত ৫

মেক্সিকো: আক্রান্ত ৫

ডেনমার্ক: আক্রান্ত ৪

পাকিস্তান: আক্রান্ত ৪

আলজেরিয়া: আক্রান্ত ৩

চেক প্রজাতন্ত্র: আক্রান্ত ৩

ফিলিপাইন্স: আক্রান্ত ৩, মৃত্যু ১

কাতার: আক্রান্ত ৩

রোমানিয়া: আক্রান্ত ৩

বেলারুস: আক্রান্ত ২

ব্রাজিল: আক্রান্ত ২

মিশর: আক্রান্ত ২

জর্জিয়া: আক্রান্ত ২

ইন্দোনেশিয়া: আক্রান্ত ২

এছাড়াও আফগানিস্তান, অ্যানডোরা, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, ইকুয়েডর, এস্তোনিয়া, আইসল্যান্ড, লিথুয়ানিয়া, মোনাকো, নেপাল, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, কাতার, শ্রীলঙ্কা, উত্তর মেসিডোনিয়া ও সান ম্যারিনোতে ১ (এক) জন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান