করোনাভাইরাস : বোম্বে স্টক এক্সচেঞ্জে ব্যাপক পতন

করোনা ভাইরাস আতঙ্কে অস্থির হয়ে উঠেছে ভারতের পুঁজিবাজার। এরই ধাররাবাহিকতায় সোমবার (৯ মার্চ) টানা দ্বিতীয় দিনের মতো বড় দর পতন হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্সে। লেনদেনের শুরুতে এক ধাক্কায় সেনসেক্স সূচক ১৭০০ পয়েন্ট কমে যায়। এ দিন সেনসেক্স প্রায় ১৭০০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৩৫ হাজার ৮৫৭.৮১ পয়েন্টে। অন্য দিকে, নিফটি সূচক ৪৬৪ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১০ হাজার ৫২৫.৪৫ পয়েন্টে। দিনের শুরুতে সেনসেক্স কিছুটা উঠলেও তা স্থায়ী হয়নি। এর পরেই পতন শুরু হয়।

বেলা ১২টা ৩৫ মিনিটে এই রিপোর্ট লেখার সময়ে সেনসেক্স ৩৬ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছিল যা আগের দিনের চেয়ে ১ হাজার ৫৮৭ পয়েন্ট বা ৪ দশমিক ২২ শতাংশ কম।

এর আগে গত শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে সেনসেক্স ১০০০ পয়েন্টের এশি কমে গিয়েছিল। ওই দর পতনে করোনা ভীতির পাশাপাশি ইয়েস ব্যাংক কেলেঙ্কারির বিষয়টিও প্রভাব ফেলে। তথ্যসূত্র – ইকোনোমিক টাইমস।

আজকের বাজার/এ.এ