করোনাভাইরাস মহামারির চেয়েও বড় ভয়াবহ

ছয়টি মহাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় একে মহামারির চেয়েও ভয়াবহ (প্যানডেমিক) বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসেস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, অন্তত ১১৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্বের এক লাখ ২৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার।

টেডরস আধানম বলেন, ‘আগামী দিন ও সপ্তাহগুলোতে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা এবং আক্রান্ত দেশের সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা অনুমান করছি। ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপকতা, প্রচণ্ডতা এবং এর নিষ্ক্রিয়তার বিপজ্জনক মাত্রায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ আগে কখনও বিশ্বব্যাপী এতো বিস্তৃত আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়নি। একই সঙ্গে এটাও সত্যি যে এটি নিয়ন্ত্রণে রাখা যাবে। পরিস্থিতিকে অতি বিস্তৃত ঘোষণা করার পাশাপাশি করোনার বিপদ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার অবস্থান পরিবর্তন করছে না। রোগ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশগুলির যা করণীয়, তা করা হচ্ছে।’

আজকের বাজার/শারমিন আক্তার