করোনা প্রতিরোধে ইতালিতে সকলকে ঘরে থাকার নির্দেশ

ইতালিতে ভয়াবহ করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের ছয় কোটি মানুষের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদেরকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটির প্রধানমন্ত্রী গীসেপে কনটে টেলিভিশনে মঙ্গলবার থেকে সারাদেশে অবরুদ্ধ পরিস্থিতি কার্যকরের ঘোষণা দিয়েছেন। কান্টে বলেন, ‘আমি এ বিষয়ক একটি ডিক্রি স্বাক্ষর করতে যাচ্ছি, আমি বাড়িতেই অবস্থান করছি।’ ইতালির নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘পেশাগত ও স্বাস্থ্যগত যথাযথ কারণ ছাড়া ভ্রমণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।’ভাইরাস মোকাবেলায় মিলান ও ভেনিসের চারপাশে উত্তরাঞ্চলীয় মূল শিল্পাঞ্চলে রোববার কোয়ারেন্টাইন এলাকা বাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া সকল স্কুল ও কলেজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে।

আগামী মাসে অনুষ্ঠেয় সেরি এ ফুটবল ম্যাচসহ অন্যান্য ফুটবল ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি এএফপির এক গণনায় দেখা গেছে, চীনের বাইরে করোনাভাইরাসে যে ৮৬২ জনের মুত্যুর খবর জানা গেছে তাদের অর্ধেকই ইতালির। করোনার উৎপত্তিস্থল ও সবচেয়ে বেশি আক্রান্ত দেশ চীনে ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণের পথে। মঙ্গলবার কর্তৃপক্ষ সেখানে ভাইরাস আক্রান্ত ১৭ জনের মৃত্যু কথা জানিয়েছে। এই সংখ্যা জানুয়ারি মাসের শেষ দিকে প্রতিদিন নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিরূপণ শুরুর পর সবচেয়ে কম সংখ্যকের মৃত্যু। তবে কভিড-১৯ নামে পরিচিত ভাইরাসটি অন্যান্য অঞ্চলের চেয়ে ইতালিতেই বেশী দ্রুত ছড়াচ্ছে। সেখানে এখন ৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত ও ৪৬৩ জনের মৃত্যুর কথা জানা গেছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান